ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ নিয়ে ভার্চুয়াল অ্যাম্বাসেডর নাইট

৭ ডিসেম্বর, ২০২০ ২২:৪৫  
বিষয়ভিত্তিক ২৪ টি সেমিনার ছাড়াও মিনিস্টারিয়াল কনফেরেন্স, প্রদর্শনি, সম্মাননা, ভার্চুয়াল মুজিব কর্নার ও ভার্চুয়াল মিউজিক্যাল কনসার্টের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০। বুধবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাল্টি-পারপাস হলে ভার্চুয়াল অংশগ্রহণে সপ্তম এ আসর উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ। সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন দেশের বাংলাদেশী রাষ্ট্রদূতদের নিয়ে সোমবার রাতে অনুষ্ঠিত হয় অ্যামেসডর নাইট। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির। বক্তব্যে দেশেই ডেভেলপকৃত প্রযুক্তিতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের সম্মেলনে অংশ নিতে সবাইকে সম্মেলনের মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিবিন্ধিত হওয়ার অনুরোধ জানান বেসিস সভাপতি। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে আসন্ন ডিজিটাল ওয়ার্ল্ডের অ্যাম্ব্যাসেডর নাইটে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বক্তব্যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি উল্লেখ করে রাষ্ট্রদূতদেরকে পোস্ট কোভিড-১৯ আইসিটি মাস্টারপ্লান বিষয়ে পরামর্শ দেয়ার আহ্বান জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রায় ৫০টি দূতাবাস ও ৩৫টি অনুমোদিত মিশনের রাষ্ট্রদূত ও কনস্যুলাররা ছাড়াও বাংলাদেশে অবস্থিত কূটনৈতিক মিশন সমূহের প্রতিনিধিরা অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন। বক্তব্যে নতুন পরিবর্তীত অবস্থায় সম্মেলনে এবার ১০ কোটির মতো মানুষ সংযুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ এর ভার্চুয়াল আয়োজনের প্রস্তুতি উপস্থাপন করা হয়। উপস্থাপনা দেখে আইসিটি খাতে বাংলাদেশের বিস্ময় প্রকাশ করেন রাষ্ট্রদূতরা। সমাপনী বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটা কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব।